বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

বিজয়ী হয়ে শপথ না নেওয়ায় বিএনপিবিহীন একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বিকাল ৫টায়। গত নির্বাচনে বিএনপি ছয়টি আসনে এবং জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামসহ মোট আটটি আসনে বিজয়ী হওয়ার পর তারা নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরমধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও গণফোরামের মোকাব্বির খান শপথ নিয়েছেন। তবে বিএনপির ছয়জন নির্বাচিত সংসদ সদস্য শপথ নেননি এখনো। ফলে এবারও বিএনপির আসনগুলো ফাঁকা থাকবে। সংবিধান অনুযায়ী আগামী ৩০ এপ্রিলের মধ্যে শপথ না নিলে বিএনপির আসনগুলো শূন্য হয়ে যাবে। তবে তাদের অনেকে শপথ নিয়ে সংসদের চলতি অধিবেশনে যোগ দিতে পারেন বলে জল্পনা রয়েছে। সংসদের আইন শাখা সূত্র জানায়, সংসদের চলতি অধিবেশন হবে সংক্ষিপ্ত। অধিবেশন কতদিন চলবে সে সিদ্ধান্ত হবে কার্য উপদেষ্টা কমিটির সভায়। অধিবেশন শুরুর আগে বিকাল চারটায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক হবে। চলতি অধিবেশনের কার্যতালিকায় সর্বশেষ ২৩ এপ্রিল পর্যন্ত পাঁচটি বিল জমা পড়েছে।

সর্বশেষ খবর