বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণ ৬ টন খেজুর জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাদামতলীর খেজুরের আড়তে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মৌসুমি ট্রেডার্স ও মনির এন্টারপ্রাইজ থেকে ৬ টন মেয়াদোত্তীর্ণ ও মানহীন খেজুর জব্দ করা হয়। পরে তা ধ্বংস করা হয়েছে। গতকাল দুপুরে বিএসটিআই ও র‌্যাব-৩ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জানান, বাদামতলীর মৌসুমি ট্রেডার্স ও মনির এন্টারপ্রাইজ মেয়াদোত্তীর্ণ ও নষ্ট খেজুরের মেয়াদ ২ বছর বাড়িয়ে নতুন প্যাকেটজাত করে বিক্রি করছিল। এ অভিযোগে ওই দুই প্রতিষ্ঠানকে ৬৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ওই দুই প্রতিষ্ঠানের ৬ জনকে আটক করা হয়। পরে দোষ স্বীকার করায় প্রত্যেককে ২ বছর করে কারাদন্ড দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর