শিরোনাম
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অবৈধই থাকল মধুমতি মডেল টাউন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আমিনবাজারের বিলামালিয়া ও বলিয়ারপুর মৌজার মধুমতি মডেল টাউন প্রকল্প অবৈধ ঘোষণা করে দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেয়। এ রায়ের ফলে মধুমতি মডেল টাউন প্রকল্প অবৈধই থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। ২০১২ সালের ৭ আগস্ট মধুমতি মডেল টাউন প্রকল্প অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেওয়া রায়ে প্রকল্পের ভূমি ছয় মাসের মধ্যে পূর্বের অবস্থায় (জলাশয়) ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। এছাড়া এই সময়ের মধ্যে ভূমি নিবন্ধনের খরচসহ ক্রেতাদের কাছ থেকে নেওয়া অর্থের দ্বিগুণ ফেরত দিতে বলা হয় রায়ে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ পৃথক পাঁচটি আপিল ও আবেদনের ওপর শুনানি শেষে ওই সময়ের প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ ওই রায় ঘোষণা করেছিল।

এ রায়ের রিভিউ চেয়েও প্রকল্প টেকাতে পারল না মধুমতি। রায়ের পর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, এ রায়ের ফলে মধুমতি মডেল টাউন প্রকল্প চূড়ান্তভাবে অবৈধ হয়ে গেল। আর অনিয়ন্ত্রিত আবাসন শিল্পকে নিয়ন্ত্রণে আনতে এবং ভূমিদস্যুতা রোধে সর্বোচ্চ আদালতের এ চূড়ান্ত রায় মাইলফলক হিসেবে কাজ করবে। সেই সঙ্গে এ রায় জলাশয় ভরাটকারীদের বিরুদ্ধে প্রথম শাস্তি।

সর্বশেষ খবর