রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

সভাপতি এ কে আজাদ, মহাসচিব রঞ্জন কর্মকার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে এ কে আজাদ, সিনিয়র সহসভাপতি পদে মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও মহাসচিব পদে রঞ্জন কর্মকার নির্বাচিত হয়েছেন।  গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের  প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের ২০১৮-১৯ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিগত বছরের কার্যবিবরণী পেশ করেন মহাসচিব রঞ্জন কর্মকার। সাধারণ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের নিহত সদস্যসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাবও উত্থাপন করা হয়। সভায় ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সংগঠনের প্রায় অর্ধ সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে সন্ধ্যায়  একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য, নবনির্বাচিত নেতৃবৃন্দ গত সেশনের কমিটির একই দায়িত্বে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, সারা দেশে সামাজিক সচেতনতামূলক প্রচারাভিযান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতিকল্পে কাজ করে।

সর্বশেষ খবর