রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সুস্থ সাহিত্যে সমাজ বদলে দেওয়া যায়

সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের ‘আত্মজৈবনিক’ গ্রন্থের প্রকাশনা উৎসব এবং লেখা প্রকাশের সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সুস্থ সাহিত্য দিয়ে সমাজ বদলে দেওয়া যায়। শোষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে সফল হওয়াও যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ড. সফি উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান। উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা (আইজিপি মর্যাদায়) মুহ. আবদুল হাননান খান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. শাকির সবুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, সুপ্রিম কোর্টের আইনজীবী, ফজলুল হক খান ফরিদ (সাথী ভাই), নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা ও বাংলা একাডেমির পরিচালক ড. তপন বাগচী। অনুষ্ঠানটির আয়োজক ছিল প্রকাশনা সংস্থা লেখাপ্রকাশ ও সাপ্তাহিক বিপ্লব বার্তা। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর