শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা, ২০১৯-এর পুরস্কার বিতরণী ও সমাপনী গতকাল সাভার সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান ওই ফায়ারিং প্রতিযোগিতার শ্রেষ্ঠ আটজন ফায়ারারকে ‘সেনাবাহিনী শ্রেষ্ঠ ফায়ারার’ ইনসিগনিয়া প্রদান করেন। এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৫টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড অঞ্চল দল চ্যাম্পিয়ন ও ২৪ পদাতিক ডিভিশন অঞ্চল দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ৯ পদাতিক ডিভিশন অঞ্চল দলের সৈনিক মো. আবদুল্লাহ আল মামুন শ্রেষ্ঠ ফায়ারার ও ৬৬ পদাতিক ডিভিশন অঞ্চল দলের ল্যান্স করপোরাল মো. আশরাফুজ্জামান দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন।

সর্বশেষ খবর