শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

পুলিশকল্যাণ ট্রাস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যাত্রা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশকল্যাণ ট্রাস্টের নিজস্ব ব্যবস্থাপনায় চালু হলো ‘পুলিশকল্যাণ ট্রাস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’। দেশে-বিদেশে ভ্রমণসংক্রান্ত যাবতীয় সেবা প্রদানের লক্ষ্যে এ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যাত্রা হলো। এখান থেকে টিকিট কেনা, ভিসা প্রসেসিং, হজ-ওমরাহ, হোটেল বুকিং, সাইট সিইং ইত্যাদি সেবা একই ছাদের নিচে পাওয়া যাবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে আনুষ্ঠানিকভাবে পুলিশকল্যাণ ট্রাস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের লোগো উন্মোচন করে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

পুলিশপ্রধান বলেন, ‘আমাদের দেশে ভ্রমণপিপাসু মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তাদের সেবা প্রদানের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা হাতে গোনা। সে ক্ষেত্রে পুলিশকল্যাণ ট্রাস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ভ্রমণপিপাসু বাংলাদেশিদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনে সক্ষম হবে।’ তিনি দেশে ও দেশের বাইরে আকর্ষণীয় পর্যটন স্পটে স্বল্পমূল্যে নতুন নতুন ভ্রমণ প্যাকেজ নিয়ে আসার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। আইজিপি গ্রাহকদের কাক্সিক্ষত সেবা প্রদানের মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ খবর