শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে উদ্ধার হওয়া পোড়া লাশটি কার?

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর হালিশহর থেকে উদ্ধার হওয়া পোড়া লাশটি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এ লাশ উদ্ধারের পর জীবন চক্রবর্তী এবং দুর্জয় নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। ২৬ এপ্রিল খুনের দায় স্বীকার করে জীবন ১৬৪ ধারায় জবানবন্দিও দেন। কিন্তু বৃহস্পতিবার দৃশ্যপটে হাজির হয় ‘নিহত’ সেই দিলীপ আচার্য্য। এরপর থেকেই পোড়া লাশটি কার এ নিয়ে শুরু হয় ধূম্রজাল।

হালিশহর থানার ওসি ওবায়দুল হক বলেন, ‘পোড়া লাশ উদ্ধারের পর জীবন ও দুর্জয়কে গ্রেফতার করা হয়। তারা নিহত ওই ব্যক্তির নাম দিলীপ উল্লেখ করেন। পরে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন। কিন্তু বৃহস্পতিবার হাজির হন দিলীপ। পরে তাকে আদালতে হাজির করা হয়।’ ওসি বলেন, ‘পোড়া ব্যক্তি কে এখনো তা নিশ্চিত হতে পারেননি। গ্রেফতার হওয়া জীবন ও দুর্জয় এটি দিলীপের লাশ দাবি করলেও দিলীপ এখনো জীবিত রয়েছেন। তাকে ফটিকছড়ি থেকে এনে আদালতে হাজির করা হয়েছে। তাই মামলার তদন্ত নতুন করে শুরু করতে হচ্ছে।’ তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জীবন খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিলেও ঘটনার সঙ্গে তার জবানবন্দিতে অনেক অমিল ছিল। পুলিশও নিশ্চিত হয় দিলীপ জীবিত থাকার কথা। পরে ফটিকছড়ির পাহাড় থেকে দিলীপকে উদ্ধার করে আদালতে হাজির করা হয়। এরপর জীবনকে ফের এক দিনের রিমান্ডে আনা হলেও জীবন দাবি করেন নিহত ওই ব্যক্তির নাম দিলীপ। প্রসঙ্গত, ২১ এপ্রিল হালিশহর থানাধীন ফইল্যাতলী বাজার এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে একটি পোড়া লাশ উদ্ধার করা হয়। এরপর এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জীবন ও দুর্জয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারা স্বীকার করেন মারধর ও গালাগালের প্রতিশোধ নিতে দিলীপকে হত্যা করা হয়।

সর্বশেষ খবর