রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা
ঢাবি কর্মচারীর সংবাদ সম্মেলন

শাড়ি-লুঙ্গিসহ পাঁচটি জাতীয় পোশাক ঘোষণার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শাড়ি, লুঙ্গি, গামছা, ব্লাউজ এবং পাঞ্জাবিকে বাঙালির জাতীয় পোশাক হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। বিল্লাল হোসেন মৃধা নামে ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে চতুুর্থ শ্রেণির কর্মচারীর দায়িত্বে আছেন। বেশ কিছুদিন যাবত তিনি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এই দাবি সংবলিত ব্যানার হাতে প্রচারণা চালিয়েছেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বাঙালি জাতি হিসেবে শাড়ি, লুঙ্গি, গামছা, ব্লাউজ ও পাঞ্জাবি- এই পাঁচটি পোশাকের হাজার বছরের ইতিহাস রয়েছে। এগুলোকে আমাদের অবজ্ঞা করার কোনো অবকাশ নেই। জাতিগতভাবে এই পাঁচটি পোশাক অধিক প্রিয় এবং আরামদায়ক হিসেবে পরিধান করি। পোশাক পরিধানে একটি জাতির সহজে পরিচয় প্রকাশ পায়। এ সময় তিনি বিষয়টিকে পর্যায়ক্রমে জাতিসংঘে উপস্থাপনের দাবি জানান।

সর্বশেষ খবর