রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা

মোবাইল ডাটা আনলিমিটেড করার দাবি

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ডাটা আনলিমিটেড করার দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। গতকাল সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু। বক্তব্য দেন মো. ওয়াসিমুল ইসলাম, মো. জালাল আহমেদ মৃধা, মো. ইব্রাহিম খান, মো. আক্তার হোসেন অনীক, সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, মোবাইলে ধার নেওয়ার সুবিধা জটিল হওয়ায় দোকানদার ও গ্রাহকের মধ্যে ধারের পরিমাণ নিয়ে কথাকাটাকাটি হয়। কারণ, ধার কত টাকা তা গ্রাহক জানেন না। বক্তারা ভোগান্তি এড়াতে কাস্টমারের মোবাইলে মেসেজটি স্পষ্ট রাখার, ধার নেওয়ার সময় গ্রাহকের অনুমতি নেওয়ার অপশনটি রাখা, এমবি আনলিমিটেড করা, মোবাইল সেবা সেবাধর্মী করাসহ  বিভিন্ন দাবি জানান।

সর্বশেষ খবর