রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা

ফুলেল শুভেচ্ছায় সিক্ত কবি আসাদ চৌধুরী

সাংস্কৃতিক প্রতিবেদক

৭৫তম জন্মদিনে সুহৃদ ও শুভাকাক্সক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন বরেণ্য কবি আসাদ চৌধুরী। জন্মদিনের এ আয়োজনে কবির জীবন ও কর্ম নিয়ে কথা বলেন দেশের বিশিষ্টজনরা। কবি আসাদ চৌধুরী সংবর্ধনা পর্ষদের আয়োজনে গতকাল বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘পঁচাত্তর জয়ন্তী’ শিরোনামের এ আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তৃতা করেন কবি আসাদ চৌধুরী সংবর্ধনা পর্ষদের আহ্বায়ক ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ফোকলোরবিদ শামসুজ্জামান খান। অনুষ্ঠানের শুরুতেই লালনের গান পরিবেশন করেন ফরিদা পারভীন। এরপর আসাদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং বিশিষ্টজন।

সর্বশেষ খবর