বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা

গরম আরও দুই-তিন দিন

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাব কেটে যাওয়ার পর শুরু হওয়া তাপপ্রবাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া মৌসুমের দ্বিতীয় দফা তাপপ্রবাহে তাপমাত্রা ক্রমে বাড়ছে। পাশাপাশি তাপপ্রবাহের বিস্তারও বাড়ছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। আর ঢাকায় পারদ উঠেছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। রোজার মধ্যে এই গরমে ঘরের বাইরে বেরোলেই হাঁসফাঁস অবস্থা তৈরি হচ্ছে।

আবহাওয়া অধিদফতর বলছে, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও বদলহাছি অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও দুই থেকে তিন দিন। ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর