বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা

বিএনপি থেকে পালানো শুরু : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ক্রমাগতভাবে ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন। জনবিচ্ছিন্নের আরেকটি বড় কারণ হচ্ছে এদের দলে কোনো আদর্শ নেই, এ দলের নেতাদের মধ্যেও  কোনো আদর্শ নেই। বিএনপি থেকে অনেকে বেরিয়ে যাচ্ছেন। শুধু জোট থেকেই নয়, বিএনপি থেকেও অনেকে পালানো শুরু করেছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গতকাল ‘অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার-এর ১০৯ তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।  বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন ব্যারিস্টার জাকির আহমেদ। আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ। পরিচালনা করেন শেখ নওশের আলী।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপির জন্ম ভালো না হলেও আমরা আশা করেছিলাম তারা ভালো হওয়ার চেষ্টা করবে। কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে। কারণ বিএনপি নেতাদের অতীত দেখলেই বোঝা যায়। তারা বিভিন্ন দলে ছিলেন। তারা বিএনপিতে  যোগ দিয়েছেন ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের প্রতিষ্ঠার জন্য। দলে ভিড়ানোর জন্য রাজনীতিবিদদের কেনাবেচা শুরু করেছিলেন জিয়াউর রহমান। বিএনপি এবং তার নেতাদেরও কোনো আদর্শ নেই। বর্তমান বিএনপির জনবিচ্ছিন্নতার এটি একটি অন্যতম কারণ। তিনি আরও বলেন, কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে।  বিএনপির এই সন্ত্রাসী তকমা মুছতে চাইলে নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে। তিনি বলেন, জিয়াউর রহমান যেমন যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে বসে নেতৃত্ব দিতেন, তেমনি তারেক জিয়া লন্ডনে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেন এবং বিএনপির নেতৃত্ব দেন। তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে দেশে ফিরিয়ে আনা হবে। তার বিরুদ্ধে যে রায় রয়েছে, সেটা কার্যকরে সরকারের প্রচেষ্টা সফল হবে।

সর্বশেষ খবর