শিরোনাম
শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

জঙ্গি সন্দেহে অভিযান আটক তিন প্রতারক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে সন্দেহে অভিযান চালায় পুলিশ। কিন্তু ওই বাসা থেকে আটক করা হয় তিন প্রতারককে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মেডিকেল মোড়ের  একটি বাসা ভাড়া নিয়ে এক তরুণ ও দুই তরুণী অবস্থান করছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তবে সেখানে গিয়ে দেখা যায়, ওই বাড়িতে থাকা তরুণ-তরুণীরা মোবাইলের মাধ্যমে প্রতারণা কার্যক্রম চালিয়ে আসছিল। আটককৃতরা হলেন নাটোরের আলাইপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা এলাকার হযরত আলীর মেয়ে হাবিবা খাতুন (১৭) ও একই জেলার দুর্গাপুর এলাকার সুমনের মেয়ে সুরভী (১৮)। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ওই বাড়িটি তারা তিন মাস আগে ভাড়া নেয়। বুধবার ওই বাড়িতে জঙ্গি তৎপরতা চলছে সন্দেহে পুলিশ অভিযান চালায়।

তবে সেখানে গিয়ে জানা যায়, ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে তারা অর্থশালীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। যেখানে ১৮ বছর বা তার কম বয়সী স্মার্ট ও সুস্পষ্ট বাচন ভঙ্গির মেয়েদের মোটা অঙ্কের বেতনে চাকরি দিয়ে ভিডিও চ্যাটিং করানো হতো। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, বিভিন্ন কোম্পানির ৩৫টি সিম কার্ড, ২৫টি ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর