শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

ভারতের নির্বাচন দেখতে যাবেন ইসি সচিব

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের লোকসভা নির্বাচনের শেষ দুই ধাপ পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি দিল্লি আসছেন। ভারতের নির্বাচন কমিশন লোকসভা ভোট পর্যবেক্ষণের জন্য বিশ্বের বিভিন্ন দেশের পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আগামী শনিবার দিল্লি পৌঁছবেন। লোকসভার ভোটের মোট ৫৪৩টি আসনের মধ্যে শেষ দুই ধাপে ১১৮টি আসনে ভোট বাকি রয়েছে। আগামী রবিবার দিল্লিসহ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খ , মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তর প্রদেশের মোট ৪৯টি আসনে ভোট হবে।

এরপর ১৯ মে সর্বশেষ পর্যায়ের ভোট। ওইদিন বারানসি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোট। এই দিন পর্যন্ত নির্বাচনী পর্যবেক্ষকরা থাকবেন। লোকসভা ভোটের ফল ঘোষণা হবে ২৩ মে। তবে তার আগে ১৯ মে সন্ধ্যায় বিভিন্ন বেসরকারি চ্যানেল একজিট পোল প্রচার করবে। নির্বাচন চলাকালে নির্বাচন কমিশন সব ধরনের জনমত জরিপ নিষিদ্ধ করে দেয়।

সর্বশেষ খবর