শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

যাত্রী বেশে বাসে ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ এলাকায় প্রতিদিন সন্ধ্যা নামলেই শুরু হয় গণপরিবহনে নৈরাজ্য। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় এ নৈরাজ্য চরম আকার ধারণ করে। নতুন ব্রিজ থেকে পটিয়ার বাস ভাড়া ২০ টাকা হলেও নেওয়া হয় ৪০-৫০ টাকা। এভাবে প্রতিটি গন্তব্যের ক্ষেত্রে এমন নৈরাজ্য চলে আসছে। নতুন ব্রিজ দিয়ে দক্ষিণ চট্টগ্রামের ছয়টি উপজেলার যাত্রীরা যাতায়াত করেন। বাসের এমন নৈরাজ্য ঠেকাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক যাত্রীবেশে বাসে চড়ে যাত্রীদের সঙ্গে কথা বলে নৈরাজ্য প্রত্যক্ষ করেন। গতকাল সন্ধ্যায় যাত্রীবেশে বিভিন্ন বাসে অবস্থান করে অতিরিক্ত ভাড়াসহ নানা অনিয়মের অভিযোগে ১০টি বাসের বিরুদ্ধে মামলা, ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা ও তিনটি গাড়িতে ডাম্পিং করা হয়। এ সময় ম্যাজিস্ট্রেট বাসের অনিয়মের বিরুদ্ধে সচেতন করতে মাইকিং করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক বলেন, ‘নতুন ব্রিজ এলাকায় যাত্রীদের হয়রানির বিষয়টি দীর্ঘদিন ধরে শুনে আসছি। এবার আমরা ঘটনাস্থলে অবস্থান করে প্রত্যক্ষ করেছি। অভিযানে অনিয়মের কারণে ১০টি বাসের বিরুদ্ধে মামলা ও ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।’ এদিকে বিআরটিএর অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীরের নেতৃত্বে পৃথক অভিযানে নগরের সিনেমা প্যালেস মোড়ে সাতটি গাড়ির বিরুদ্ধে মামলা, ৩৪ হাজার ৮০০ টাকা জরিমানা, তিনটি ডকুমেন্ট জব্দ ও তিনটি গাড়িতে ডাম্পিং করা হয়।

সর্বশেষ খবর