সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

কৃষকদের পক্ষে শাইখ সিরাজের ৫০ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার আগে কৃষি এবং এর উপ-খাতগুলোতে সরকারের বরাদ্দ ও বিশেষ গুরুত্ব দেওয়ার প্রস্তাব হিসেবে মোট ৫০ দফা সুপারিশমালা তুলে ধরা হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে এসব সুপারিশ তুলে ধরেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

 আগামী বাজেটকে সামনে রেখে দেশের পাঁচটি জেলায় যথাক্রমে শরীয়তপুর, বাগেরহাট, কক্সবাজার, যশোর, নাটোরের বড়, মাঝারি ও প্রান্তিক কৃষকের উপস্থিতিতে প্রাক-বাজেট আলোচনায় উঠে আসা প্রস্তাব, দাবি ও চাহিদার আলোকে এই সুপারিশালা  তৈরি করা হয়েছে বলে জানান শাইখ সিরাজ।

সুপারিশমালার মধ্যে মূল কৃষির জন্য ১৭, পোলট্রি শিল্পের জন্য ১০, মৎস্য খাতের জন্য ১৩ এবং প্রাণিসম্পদ ও দুগ্ধশিল্পের জন্য ১০ দফা সুপারিশমালা তুলে ধরা হয়।

সর্বশেষ খবর