সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

ধানের লাভজনক দাম দেওয়ার দাবিতে বাম জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

কৃষকের ধানের লাভজনক দাম দেওয়া ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ ৯ দফা দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। ডসপিবির কেন্দ্রীয় নেতা অনিরুদ্ধ রায়ের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী বজলুর রশিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও কেন্দ্রীয় নেতা সাইফুল হক, জুলফিকার, আতিকুল ও ফয়জুল হক প্রমুখ।

বজলুল রশিদ বলেন, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে চাল রপ্তানি আত্মঘাতী। ৪০ শতাংশ ভর্তুকি দিয়ে কৃষকদের কাছ থেকে ধান কিনে তা ভোক্তাদের কাছে বিক্রি করতে হবে। কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘যদি ধানের দাম বাড়াতে না পারেন, তাহলে পদত্যাগ করুন।’

সাইফুল হক বলেন, এ সরকারের লোকজন ব্যাংক ডাকাতি করে লুটেপুটে খাচ্ছে। মেগা প্রকল্পের নামে হাজার কোটি টাকা লুটপাট করছে। এদের দিয়ে কৃষক তথা মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব নয়।

বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে দৈনিক বাংলার মোড়ে গিয়ে শেষ হয়।

সর্বশেষ খবর