সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

সংশ্লিষ্টদের নিয়ে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট বোর্ড গঠনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

একজন শিক্ষক, একজন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র ও  টেলিভিশন ইনস্টিটিউট পরিচালনা বোর্ড গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯’-এর তিন দফায় এই সংশোধনী আনা হয়। এর আগে বিলটি নিরীক্ষার জন্য গঠিত এক নং সাব কমিটি বিলের ওপর কতগুলো সংশোধনী প্রস্তাব করে। কমিটি এসব সংশোধনীগুলো প্রস্তাব মূল বিলের সঙ্গে অন্তর্ভুক্ত করে বিলটি সংসদে পেশ করার জন্য চূড়ান্ত করে।  বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তথ্যমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ,  গোলাম মোহাম্মদ কাদের, কাজী কেরামত আলী, মুহাম্মদ শফিকুর রহমান, আকবর হোসেন পাঠান (ফারুক) প্রমুখ বৈঠকে অংশ নেন।

সর্বশেষ খবর