বুধবার, ২২ মে, ২০১৯ ০০:০০ টা
হাই কোর্টে প্রতিবেদন

সারা দেশে ৯১৩টি আইসিইউ এবং সিসিইউ ৩৪৪টি

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের সরকারি হাসপাতালে ৩৪০ ও বেসরকারি হাসপাতালে ৫৭৩টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) রয়েছে। বেসরকারি হাসপাতালগুলোয় করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) রয়েছে ৩৪৪টি। আইসিইউ ইউনিট স্থাপনের খরচ গড়ে প্রায় ৫৩ লাখ টাকা এবং প্রতিটি সিসিইউ ইউনিট স্থাপনের খরচ গড়ে প্রায় ২৩ লাখ টাকা হতে পারে। গতকাল বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৭ মার্চ দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে কতগুলো আইসিইউ, সিসিইউ ইউনিট রয়েছে তার সংখ্যা নিরূপণ করে তালিকা দাখিলের নির্দেশ দেয় হাই কোর্ট। পাশাপাশি আইসিইউ-সিসিইউ ইউনিট স্থাপন করতে কী পরিমাণ টাকা ব্যয় হয় এবং কত জনবল ও কতজন বিশেষজ্ঞ প্রয়োজন হয়, সে বিষয়েও প্রতিবেদন দিতে বলা হয়।

 এরই ধারাবাহিকতায় গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাই কোর্টে এই প্রতিবেদনটি দাখিল করা হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

সর্বশেষ খবর