বুধবার, ২২ মে, ২০১৯ ০০:০০ টা

সদরঘাট টার্মিনালের অবৈধ ২৭ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের রায়ে সদরঘাটে ঢাকা নদীবন্দরের অভ্যন্তরে থাকা অবৈধ ২৭টি দোকান উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। অপসারণের সময় সংস্থাটির পরিচালক মো. শফিকুল হক উপস্থিত ছিলেন। এ উচ্ছেদ কার্যক্রমের ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা টার্মিনালটির কাক্সিক্ষত আধুনিকায়ন কাজের বাধা দূর হলো বলে জানান সংশ্লিষ্টরা। বিআইডব্লিউটিএর যুগ্মপরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, ‘টার্মিনালটির নদীর দিকের দেয়াল সংস্কার করে স্বচ্ছ কাচের দেয়াল নির্মাণ করার পরিকল্পনা রয়েছে, যাতে টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীসাধারণ সহজেই নদী ও নৌযান দেখতে পান।

এ ছাড়া দোকানগুলোর ছত্রচ্ছায়ায় পন্টুনে ভাসমান হকারের উপদ্রব পুরোপুরি দূর হওয়াসহ দোকান ও হকারদের ব্যবসায়িক বর্জ্যে টার্মিনালের সামনের অংশের নদী দূষিত হওয়ার বিষয়টি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যায়।’

তিনি যাত্রীদের আগে থেকেই প্রয়োজনীয় খাবার, পানীয় সংগ্রহ করে টার্মিনালে প্রবেশ এবং টার্মিনালে অবস্থানকালে নিজেদের ব্যবহার্যজনিত আবর্জনা টার্মিনালের ডাস্টবিনে ফেলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

সর্বশেষ খবর