বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

চলন্ত বাসে ধর্ষণে চারজনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে চলন্ত বাসে গার্মেন্ট কর্মীকে গণধর্ষণ   মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক আসামিকে এক   লাখ টাকা করে জরিমানা ধার্য করেছে আদালত। টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন গতকাল এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো- বাসচালক হাবিবুর রহমান নয়ন (২৮), সহকারী খালেক ভুট্টো (২৩), আশরাফুল (২৬), সুপারভাইজার রেজাউল করিম জুয়েল (৩৮)। এদের মধ্যে রেজাউল করিম জুয়েল পলাতক। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার নাসিম। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১ এপ্রিল ভোরে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে কর্মরত এক গার্মেন্টস কর্মী টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে ‘বিনিময় পরিবহনের’ বাসে কালিকৈরের উদ্দেশে রওনা দেন। এ সময় বাসে যাত্রী না থাকার সুযোগে বাসটি কিছুদূর যাওয়ার পর কন্ডাকটার জানালা-দরজা বন্ধ করে দেয়। পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে চালক, কন্ডাকটার ও হেলপার। পরে বাসটি ঢাকা না গিয়ে টাঙ্গাইল ময়মনসিংহ রোডের একটি ফাঁকা জায়গায় তাকে নামিয়ে দেয়।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বাসচালক, হেলপার ও সুপারভাইজারকে ওইদিন গ্রেফতার করে।

সর্বশেষ খবর