বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

কৃষক মেরে দেশের উন্নয়ন সম্ভব নয় : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ, কাজেই এদিকে লক্ষ্য রেখে সরকারকে সব সিদ্ধান্ত নিতে হবে। কৃষককে মেরে দেশের উন্নয়ন সম্ভব নয়। গতকাল রাজধানীতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা খুরশিদ আলম কাসেমী প্রমুখ।

 মাওলানা মাহ্ফুজুল হক, মাওলানা উবাইদুর রহমান খান নদভী, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, আজিজুর রহমান হেলাল প্রমুখ।

সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, নারী ধর্ষণ আর নারী নির্যাতনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে। কোরআনের আইন না থাকার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। কোরআনের শাসন প্রতিষ্ঠা হলে নারী নির্যাতন বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। সমাজে শান্তি ফিরে আসবে। কাজেই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসবে হবে।

সর্বশেষ খবর