বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

২৫ রমজানের আগেই বেতন বোনাস পরিশোধ করুন : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি বলেছেন, ২৫ রমজানের আগেই তৈরি পোশাক শিল্প শ্রমিক ও গণমাধ্যম কর্মীদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। গতকাল এক বিবৃতিতে তিনি তৈরি পোশাক শিল্প শ্রমিক ও গণমাধ্যম কর্মীদের সব বকেয়া বেতন ও সব ধরনের পাওনা পরিশোধেরও দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের শ্রম ও ঘামে দেশের অর্থনীতির ভীত শক্তিশালী হয়। কিন্তু তারাই সবচেয়ে অবহেলিত জীবনযাপন করছেন। আবার গণমাধ্যম কর্মীরা দেশ ও সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলেন। কিন্তু তারা নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারেন না। অনেক গণমাধ্যমে বেতন কয়েক মাস পর্যন্ত বকেয়া হয়ে আছে। আমরা আশা করছি, তৈরি পোশাক শিল্প ও গণমাধ্যমের মালিকরা ২৫ রমজানের আগেই তাদের কর্মীদের বকেয়াসহ বেতন ও বোনাস পরিশোধ করবেন। যাতে সবাই একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো কার্যকর উদ্যোগ নেবে এমন প্রত্যাশাও করেন জি এম কাদের।

সর্বশেষ খবর