শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

একাদশে ভর্তিতে আবেদন ১৪ লাখ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

একাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন গতরাতে শেষ হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য ১৩ লাখ ৯৩ হাজার ৬৩৩ জন আবেদন করেছে। বিভিন্ন শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্যমতে, ১২ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। গতকাল বিকাল পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন করেছে ৩ লাখ ৯৩ হাজার ৩৬৭ জন ভর্তিচ্ছু। শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন উর রশিদ এ তথ্য জানান। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। এ ছাড়া কারিগরি বোর্ডের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটসহ অন্যান্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। গত ১২ মে শুরু হওয়া এ প্রক্রিয়া শেষ হবে ৮ জুন। কারিগরি শিক্ষা বোর্ড সূত্র জানায়, গতকাল বিকাল ৫টা পর্যন্ত প্রথম শিফটে আবেদন করেছে ৭১ হাজার ৮৪ জন। আর দ্বিতীয় শিফটের জন্য আবেদন করেছে ৫১ হাজার ২৯২ জন। আগামী ১৫ জুন এ আবেদনের ফল প্রকাশ করা হবে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন উত্তীর্ণ হয়েছে। কতজন শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় বাইরে থাকছে পলিটেকনিকে ভর্তি প্রক্রিয়া শেষ হলে সে সংখ্যা জানা যাবে। গত বছরের ন্যায় এ বছরও অনলাইনে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করেছে শিক্ষার্থীরা। প্রথম ফলাফলে কলেজ মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে ১৯ ও ২০ জুন। ২১ জুনই এদের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপের আবেদন নেওয়া হবে ২৪ জুন। ফল প্রকাশ করা হবে ২৫ জুন। ২৭ থেকে ৩০ জুন শিক্ষার্থীদের নির্বাচিত কলেজে ভর্তি হতে হবে। ১ জুলাই একাদশে ক্লাস শুরু হবে।

সর্বশেষ খবর