শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

মাদক মামলায় দুই কারারক্ষী কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি

দুই কারারক্ষী ঢুকলেন কারাগারে। তাও আবার মাদক মামলায়। কেননা তারা মাদক সেবন ও বিক্রি করতেন। আবার সেই মাদক কারা অভ্যন্তরে পাচারও করতেন। ডিবি পুলিশ গোপন সংবাদ পেয়ে মাদকসহ তাদের দুজনকে হাতেনাতে আটক করে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বড়বাড়ী এলাকা থেকে তাদের দুজনকে আটক করে লালমনিরহাট ডিবি পুলিশ।

এরা হলেন- লালমনিরহাট কারাগারের গোয়েন্দা সদস্য (সিআইডি) তহুরুল ইসলাম (বডি নম্বর-৩২২৪৬) তার গ্রামের বাড়ি চাঁপাইনবাগঞ্জ ও জেল সুপার কিশোর কুমার নাগের গাড়ি চালক ফিরোজ কবীর (বডি নম্বর-৩২৩০৩)। ফিরোজ কবীরের বাড়ি গাইবান্ধা জেলায়।

লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, ‘বড়বাড়ী বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তহুরুল ইসলাম ও ফিরোজ কবীর নামের দুই ব্যক্তিকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের লালমনিরহাট জেলা কারাগারের কারারক্ষী বলে পরিচয় দেন। পরবর্তীতে জানা যায় তহুরুল ইসলাম কারাগারের সিআইডি সদস্য ও ফিরোজ কবীর জেল সুপার কিশোর কুমার নাগের গাড়িচালক। তাদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর