শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

স্কুল সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চগড়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

স্কুল সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের অভিযোগ কেন্দ্রে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দুদকের দিনাজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে দেখা যায়, ২০১৭ সালে দেবীগঞ্জ উপজেলার ঝলঝলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য এক লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ হলেও নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে মর্মে দুদক টিম প্রাথমিকভাবে মনে করে। এ অনিয়মের সঙ্গে প্রকল্পের সভাপতি, প্রকল্প বাস্তবায়ন অফিসের (পিআইও) উপ-সহকারী প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জড়িত মর্মে প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুদক টিম এ বিষয়ে অনুসন্ধানের সুপারিশ করেছে।

 কুষ্টিয়া হাউজিং এস্টেটের সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম। অভিযানে নমুনাস্বরূপ রাস্তার পুরুত্ব¡, দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করা হয় এবং পরিমাপে রাস্তার পুরুত্ব কম পাওয়া গেছে। নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতি উদ্ঘাটনের জন্য এ বিষয়ে অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন দেওয়া হয়েছে। দুদকের একই টিম কুমারখালী পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে। অভিযানে দেখা যায়, আবাসিক সংযোগের ক্ষেত্রে আবেদনের তারিখ থেকে দু-তিন দিনের মধ্যে লাইন সংযোগ প্রদানসহ যাবতীয় কার্যক্রম স¤পন্ন করার কথা থাকলেও বেশ কিছু ক্ষেত্রে আবেদন অনুমোদন হলেও সরেজমিন সংযোগ প্রদান করা হয়নি। দুদক টিমের পর্যবেক্ষণকে আমলে নিয়ে ওই অফিসের উপমহাব্যবস্থাপক তাৎক্ষণিকভাবে দায়ী দুই ওয়্যারিং পরিদর্শকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেন।

সর্বশেষ খবর