শনিবার, ২৫ মে, ২০১৯ ০০:০০ টা

পুলিশের ধাওয়ায় একজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে পুলিশের ধাওয়া খেয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত হাকিম পেশায় একজন মাংস ব্যবসায়ী ছিলেন। নিহতের পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যানের দাবি, পুলিশি পিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, গোপালপুর থানার এসআই আবু তাহের ঝাওয়াইল গ্রামের ব্রিজের পাশে অভিযান চালিয়ে কয়েকজন জুয়াড়িকে গ্রেফতার করে। সে সময় গ্রেফতার এড়াতে ঝাওয়াইল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আবদুল হাকিম (৫০) দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে অসুস্থ হয়। পরে তাকে স্থানীয়রা গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহত হাকিমের পরিবারের বরাত দিয়ে ঝাওয়াইল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ঝাওয়াইল ব্রিজের কাছে কয়েকজন মিলে তাস খেলছিল। এ সময় পুলিশ গিয়ে তাদের মধ্যে সুরুজ্জামান, রিপন রায়, হারাধন বিশ্বাস ও গৌরাঙ্গকে গ্রেফতার করে। এ সময় পুলিশের কিল-ঘুষিতে ঘটনাস্থলেই হাকিমের মৃত্যু হয়। পুলিশ হাকিমকে রেখে চারজনকে থানায় নিয়ে যায়। গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আলিম আল রাজি জানান, নিহতের শরীরে সামান্য জখম রয়েছে। সন্ধ্যায় এলাকাবাসী নিহত হাকিম হত্যার প্রতিবাদে দোষী পুলিশের শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করছে। নিহতের ভাগিনা হায়দার আলী জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর