শনিবার, ২৫ মে, ২০১৯ ০০:০০ টা

ভারতে গণতন্ত্র সফল হয়েছে

-আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

ভারতের লোকসভা নির্বাচনে গণতন্ত্র সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ভারতের লোকসভা নির্বাচনে সবচেয়ে ভালো দিক হচ্ছে, সে দেশের জনসাধারণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছে। যেটা বাংলাদেশের জনগণ পারেনি। এটা হচ্ছে সব চেয়ে ইতিবাচক দিক। ভারতের জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হয়েছে, গণতন্ত্র সফল হয়েছে। তাদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে আরও বেশি মজবুত করেছে, শক্তিশালী করেছে বলে আমি মনে করি।’ নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির বিজয় সম্পর্কে প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নরেদ্র মোদি জিতেছেন জনগণের ভোটে। জনগণ তার পক্ষে রায় দিয়েছে। বিএনপি পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছেন। সেই চিঠি ভারতীয় হাইকমিশনের কাছে আজ-কালের মধ্যে চলে যাবে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক হবে দুই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের মধ্যে হতে হবে। দুই দেশের পারস্পরিক স্বার্থে হতে হবে।’

সর্বশেষ খবর