শনিবার, ২৫ মে, ২০১৯ ০০:০০ টা

র‌্যাবের অভিযানে ২ হাজার কেজি আম জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ২ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে র‌্যাব-৪। গতকাল মিরপুর শাহআলী দিয়াবাড়ী এলাকার আমের আড়তে অভিযান চালিয়ে এসব আম জব্দ করা হয়। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। পরে কেমিক্যাল দিয়ে অপরিপক্ব আম পাকানোর অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে র‌্যাব সদস্যরা দেখতে পান, আমের আড়তে থরে থরে সাজানো পাকা আম। বলা হচ্ছে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের গাছপাকা আম। ব্যবসায়ীরা শতভাগ কেমিক্যালমুক্ত আমের আশ্বাসে দামও হাঁকাচ্ছেন বেশি। এ আমের বেশির ভাগই ল্যাংড়া জাতের। এসব আম বাজারে আসতে অপেক্ষা করার কথা আরও প্রায় ১৫ দিন। অথচ নির্ধারিত সময়ের আগেই অপরিপক্ব আম সংগ্রহ করে কেমিক্যাল দিয়ে পাকিয়ে বিক্রি করছিলেন অসাধু কিছু ব্যবসায়ী। এসব আম দেখে পাকা মনে হলেও কেটে ভিতরে দেখা যায় আঁটি এখনো কাঁচা! স্বাদও কাঁচা আমের মতোই।

সর্বশেষ খবর