শনিবার, ২৫ মে, ২০১৯ ০০:০০ টা

বাতিঘরে ‘লেখক পাঠক সংলাপ’

সাংস্কৃতিক প্রতিবেদক

ঢাকা ইনিশিয়েটিভের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘লেখক-পাঠক সংলাপ’ শিরোনামে সাহিত্য আড্ডা। গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্রে বাতিঘর মিলনায়তনে এই সাহিত্য আড্ডায় অংশ নেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল।

শিল্প-সাহিত্য সংশ্লিষ্ট জীবনের প্রসঙ্গ টেনে আবুল মাল আবদুল মুহিত বলেন, কবিতা লিখতে চেয়েছিলাম। বহু চেষ্টা করেও জীবনে একটা কবিতা লিখতে পারিনি। আমার কাজ আসলে গবেষণাধর্মী। মননশীল প্রবন্ধ-নিবন্ধ লিখেছি। লেখক-পাঠক সংলাপে আরও অংশ নেন অধ্যাপক হাফিজ উদ্দিন আহমেদ, ইসমাইল হোসেন, ড. মিল্টন বিশ্বাস, মামুন উর রশিদ, দীপঙ্কর দাশ, মিঠু কবীর প্রমুখ।

সর্বশেষ খবর