শিরোনাম
শনিবার, ২৫ মে, ২০১৯ ০০:০০ টা

ধাওয়ার ওপর রেখেছি ছিনতাইকারীদের

-ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, এবারের রোজায় ঢাকা শহরে বলার মতো কোনো ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি। এমনকি অজ্ঞান পার্টি ও চুরির ঘটনাও ঘটেনি। তার মানে ছিনতাইকারী বা অপরাধীরা নেই, তা নয়। তারা আছে, তবে তাদের আমরা ধাওয়ার ওপরে রেখেছি, দৌড়ের ওপর রেখেছি।

গতকাল দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় মজার স্কুল আয়োজিত পথশিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, রোজা শুরুর আগে থেকেই গোয়েন্দা সদস্যরা অপরাধীদের নজরদারি করেছে। এ কারণে অপরাধীরা কোণঠাসা হয়ে পড়েছে। অভিযানের ফলে অনেকে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। আমাদের কর্মকান্ডে র জন্য অপরাধীরা দমনে রয়েছে। 

এ সময় শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের জন্য ডিএমপির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলে নগরবাসীকে আশ্বস্ত করেন ডিএমপি কমিশনার।

সর্বশেষ খবর