শিরোনাম
বুধবার, ২৯ মে, ২০১৯ ০০:০০ টা

ভেজালবিরোধী অভিযানে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ভেজালবিরোধী অভিযানে এক লাখ ৩০ হাজার ৫শ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে গতকাল মিরপুর ও গুলশান এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মাসুম আরিফিন এবং আফরোজা রহমান। এদিকে তেজগাঁও কিচেন মার্কেটে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল। মিরপুর ও গুলশানে বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা এবং পণ্যের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আল্লাহর দান ট্রেড সেন্টারকে ১০ হাজার টাকা, পারভেজ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মুনিরা ট্রেড সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের অভিযোগে বিসমিল্লাহ হোটেলকে ৫ হাজার টাকা, ভাই ভাই বিরিয়ানিঘরকে ১০ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।  তেজগাঁও কিচেন মার্কেটে বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা, মূল্য তালিকা না রাখা, অবৈধভাবে পণ্য উৎপাদন এবং পরিমাপযন্ত্রে কারচুপির অভিযোগে ১০ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। আদর্শ চিকেন, জনপ্রিয় পোল্ট্রি ফার্ম, নূর নবী মুরগির দোকান, মা আয়েশা মুরগির দোকান, নিউ রাজধানী পলিথিন অ্যান্ড রেক্সিন স্টোরকে ৫শ টাকা করে, নোয়াখালী দধিভা ারকে ২ হাজার টাকা, মোস্তফা ট্রেডার্সকে ১ হাজার টাকা, মিজান স্টোরকে ৫০ হাজার টাকা, ইউসুফ জেনারেল স্টোর ও ভাই ভাই জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

সর্বশেষ খবর