বুধবার, ২৯ মে, ২০১৯ ০০:০০ টা

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দাবি

নিজস্ব প্রতিবেদক

ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ এবং নিরাপদ ঈদযাত্রায় গার্মেন্ট শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন নামক একটি সংগঠন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা। সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্ট শ্রমিকদের বোনাস ও মে মাসের বেতন বিষয়ে এখন পর্যন্ত মালিক ও সরকারের তরফ থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না।

দেশের অন্যতম রপ্তানিকারক সেক্টরের শ্রমিকরা যাতে পরিবার-পরিজন নিয়ে মর্যাদার সঙ্গে ঈদ উৎসব পালন করতে পারে তার জন্য অনতিবিলম্বে সব কারখানায় বোনাস পরিশোধ করতে হবে। তাই ১ জুনের মধ্যে সব কারখানায় মে মাসের সম্পূর্ণ বেতন পরিশোধ করতে হবে। জাতীয় সুয়েটার গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভপতি এবং গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর