বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

আগামী বছরেই গ্যাস যাবে রংপুরে

------------------ বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নে আন্তরিক। আগামী বছরেই রংপুরবাসী গ্যাস সুবিধা পাবেন। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।’

মঙ্গলবার রাতে রংপুর পুলিশ হলে জেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গ্যাসের জন্য রংপুরবাসী দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন। প্রধানমন্ত্রী সেই দাবির প্রতি সাড়া দিয়ে রংপুরে গ্যাস দিতে চেয়েছিলেন। আশা করছি, আগামী বছর রংপুরের মানুষ গ্যাস সুবিধা পাবেন।’ তিনি বলেন, ‘রংপুরে শিল্প-কারখানা স্থাপনসহ এই অঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে আরও তিন চার বছর লাগবে। সরকারের অনেক পরিকল্পনা আছে। রংপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে রংপুরবাসী সবই পাবেন।’ রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহসানুল হক চৌধুরী ডিউক, সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া প্রমুখ।

 রংপুর  জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি ম ল, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি প্রমুখ।

 

সর্বশেষ খবর