বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

সংঘাতমুক্ত দেশ গড়তে পারস্পরিক সম্পর্ক প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বন্ধু সমাজ আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশকে সংঘাত-সন্ত্রাসমুক্ত, সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়তে পরস্পরের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এ সভার আয়োজন করা হয়। বন্ধু সমাজের সভাপতি এফ আহমেদ খান রাজীব এতে সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, বিপথগামীদের বন্ধুত্ব ও ভালোবাসা দিয়ে, ভালো কাজে উৎসাহিত করে সুপথে ফিরিয়ে আনতে হবে। বক্তব্য রাখেন সাবেক জেলা প্রশাসক ড. বাতেন, বাংলাদেশ কাস্টমসের সাবেক সহকারী কমিশনার এম আর খান, অ্যাডভোকেট সুলতান আহমেদ খান, সাংবাদিক লিয়াকত আলী খান, দৈনিক বঙ্গ জননীর সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জিয়া, মো. হাবিবুর রহমান, খন্দকার বেলাল হোসেন টিপু, মো. রফিকুল ইসলাম মাসুম, ডি এম আমিরুল ইসলাম অমর প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মঞ্জুর হোসেন ঈসা।

সর্বশেষ খবর