বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

প্রকাশিত সংবাদ নিয়ে মোল্লা সুপার সল্টের বক্তব্য

‘নিষিদ্ধ ৫২ পণ্য বাজার থেকে সরাতে ব্যর্থ তদারকি প্রতিষ্ঠান’ শিরোনামে গত ২৬ মে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের প্রেক্ষিত একটি বক্তব্য দিয়েছে মোল্লা সল্ট (ত্রিপল রিফাইন্ড) ইন্ডাস্ট্রি লিমিটেড। তাদের বক্তব্যে বলা হয়, কিছু দিন পূর্বে বিএসটিআই কর্তৃক প্রকাশিত ৫২টি নিম্মমানের পণ্যের তালিকায় ‘মোল্লা সল্ট আয়োডিন যুক্ত লবনের নাম প্রকাশ হওয়ার পর কিছু সংবাদ সংস্থা এই নামের সঙ্গে ‘মোল্লা সুপার সল্টের’ চিত্র ও ‘মোল্লা সুপার সল্টের নাম ব্যবহার করে ভুল সংবাদ প্রচার করে আসছে। অথচ ‘মোল্লা সল্ট আয়োডিন যুক্ত লবণ’ ও ‘মোল্লা সুপার সল্ট’ সম্পূর্ণ দুটি আলাদা ব্র্যান্ড। এমনকি এই দুটি পণ্যের ট্রেড লাইসেন্স, কারখানা,  উৎপাদন প্রক্রিয়া, বাজার মূল্য, বিএসটিআইএ’র অনুমোদন, বিসিকের অনুমোদন সম্পূর্ণ আলাদা। এমতাবস্থায় ৫২টি নিম্মমানের পণ্যের নামের সঙ্গে ‘মোল্লা সুপার সল্ট’ নাম সংযুক্ত করে গত ২৬ মে প্রতিবেদন প্রকাশ হয়। এরফলে ভোক্তা ও দোকানদারদের মধ্যে তীব্র দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। এ ব্যাপারে সকলকে আরও সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।  বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর