শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসনে সিঙ্গাপুর বাংলাদেশের পাশে থাকবে

-সিঙ্গাপুরের স্পিকার

নিজস্ব প্রতিবেদক

সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার তান চুয়ান জিনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপিত পাঁচ দফা প্রস্তাবের ভিত্তিতে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসন চায় বাংলাদেশ। জবাবে তান চুয়ান জিন বলেন, রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সিঙ্গাপুর বাংলাদেশের পাশে থাকবে। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার তান চুয়ান জিনের সঙ্গে তার পার্লামেন্ট কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের সংসদীয় চর্চা, ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরের বিষয়ে আলোচনা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অনুন্নত অবস্থা থেকে আজ সিঙ্গাপুর উন্নত দেশ, যা বাংলাদেশকে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ২০০৯ সাল থেকে ডিজিটাল দেশের লক্ষ্য নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তান চুয়ান জিন বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই। তিনি বাংলাদেশের নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়নে সিঙ্গাপুরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

সর্বশেষ খবর