শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

বেফাক কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

পাসের হার ৭৭ দশমিক ৯৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৯৬ শতাংশ। ছাত্রদের পাসের হার ৮৩ দশমিক ২৭ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৯৯ শতাংশ। পরীক্ষায় তাকমীল (এম.এ.) ব্যতীত ৬টি স্তরে মোট পরীক্ষার্থী ১ লাখ ৫২ হাজার ৪৮০ জন অংশগ্রহণ করে। স্টার মার্ক পেয়েছে ২১ হাজার ১৭৫ জন ও প্রথম বিভাগে পাস করেছে ২৬ হাজার ১৭৫ জন ছাত্র-ছাত্রী। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৫২ জন। গতকাল সকাল ১০ টায় বেফাকের সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরীক্ষার ফলাফলের সব তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইট www.wifaqresult.com -তে পাওয়া যাবে।

সর্বশেষ খবর