শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে মুনিরীয়ার কার্যালয় ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে মুনিরীয়া যুব তবলীগের পাঁচটি কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে ভাঙচুর করা হয় পূর্বগুজরা বড়ঠাকুর পাড়া এলাকার কার্যালয় এবং মঙ্গলবার সকাল ১০টায় ভাঙচুর করা হয় কাগতিয়া, মগদাই, বদু মন্সিপাহাড়া ও অলিমিয়ার হাট এলাকার কার্যালয়। এর আগেও মুনিরীয়া যুব তবলীগ কমিটির আরও ২৬টি কার্যালয় ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ করে সংগঠনটি। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এবং বুধবার রাতে একদল দুর্বৃত্ত এসে কার্যালয়ে ভাঙচুর করে।

এ সময় দুর্বৃত্তরা সেখানে আগুন লাগিয়ে দিয়ে কার্যালয়ের দেয়াল এবং জানালার কাচ ভাঙচুর করে। পরে ৯৯৯ এ ফোন করার পর রাউজান থানার পুলিশ আসলে তারা পালিয়ে যায়। মুনিরীয়া যুব তবলীগ কমিটির সমন্বয় কমিটির যুগ্ম সচিব জাফর আহমেদ  অভিযোগ করে বলেন, ‘৪০-৫০ জনের একটি দল আমাদের সংগঠনের বিভিন্ন শাখার কার্যালয়ে হামলা চালায়। বুধবার এবং মঙ্গলবার তারা পাঁচটি কার্যালয় ভাঙচুর করে। কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর এবং বইপত্রে আগুন লাগিয়ে দেয়। এতে আমাদের দুষ্প্রাপ্য এবং প্রয়োজনীয় বইসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।’ রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ বলেন, ‘মঙ্গলবার একদল দুর্বৃত্ত মুনিরীয়া যুব তবলীগের কয়েকটি কার্যালয় ভাঙচুর করে। তবে এ ঘটনায় কেউ কোনো মামলা করেনি। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

সর্বশেষ খবর