শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

ডাকসুর আজীবন সদস্য হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাজেট ঘোষণা, ‘২৮ বছরের হিসাব চাই’

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। গতকাল ডাকসুর কার্যনির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে এ পদ দেওয়া হয়। কিন্তু এতে অসম্মতি জানিয়েছেন সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন।

ডাকসুর সভা শেষে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী বলেন, সবার সম্মতিতে প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে।  স্বাস্থ্যবিমা চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নেবে বলে আশ্বস্ত করেন ডাকসুর সভাপতি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এর আগে ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচন-সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির রিপোর্ট সভায় উপস্থাপন করা হয়। ক্যাম্পাসে গণপরিবহন ও রিকশা ভাড়া নির্ধারণে একটি পলিসি ডায়ালগ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া চলতি ২০১৯-২০ অর্থবছরে ডাকসুর এক কোটি ৯৮ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। ডাকসুর বাজেট ঘোষণা : ডাকসুর বাজেটে আনুষঙ্গিক খরচ হিসেবে ভিপিকে বরাদ্দ করা হয়েছে ৫ লাখ টাকা। জিএসকে তিন খাতে মোট ৫২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ২৮ বছরের অর্থের হিসাব দাবি : দীর্ঘ ২৮ বছর ডাকসুর নির্বাচন না হলেও ডাকসুর নামে শিক্ষার্থীদের কাছ থেকে বছরে ৬০ টাকা করে নেওয়া হয়েছে। হল সংসদের জন্যও আলাদা করে ৬০ টাকা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দফতরে খোঁজ নিয়ে জানা গেছে, ২৮ বছর ধরে নেওয়া এ অর্থের সুনির্দিষ্ট হিসাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নেই। গতকাল অনুষ্ঠিত বাজেট সভায় ওই অর্থের হিসাব দাবি করেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চলে। শিক্ষার্থীদের কাছ থেকে যে অর্থ নেওয়া হয়, সেটিও তার বা তার পরিবারের কষ্টার্জিত অর্থ। সেই অর্থের হিসাব দেওয়ার আগে ডাকসুর বাজেট সভাকে আমি বৈধ মনে করি না।’

সর্বশেষ খবর