abcdefg
news || Bangladesh Pratidin Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
কলকাতায় ঈদের কেনাকাটার ধুম কলকাতায় ঈদের কেনাকাটার ধুম

গ্রীষ্মের প্রখর দাবদাহ উপেক্ষা করে ঈদের আগে কেনাকাটার আনন্দে মেতে উঠেছে কলকাতা। নিউমার্কেট থেকে শুরু করে বিগ বাজার, কোয়েস্ট মল, সিটি মার্ট, বাজার কলকাতাসহ শহরের নামি শপিং মলগুলোয়ও শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততা। ভিড় চোখে পড়েছে নিউমার্কেটে মান্যবর, সুলতান, মিলনের মতো বড় দোকানেও। স্থানীয় বাসিন্দারা তো আছেনই কিন্তু ঈদের সময় বাংলাদেশিদের ভিড়টাই মূলত চোখে পড়ার মতো। বৃহস্পতিবার বিকালেই নিউমার্কেটের প্রখ্যাত বস্ত্রবিপণি ‘মিলন’-এ কেনাকাটা করতে আসেন ঢাকার তরুণী মৌ। তিনি জানান, ‘আমি অনেকবারই এসেছি কিন্তু এবার ঈদের আগে একটু শপিং করার ইচ্ছা থেকেই কলকাতায় আসা। আর মিলন ভালো লাগে এ কারণে যে এক জায়গাতেই সবকিছু পাওয়া যায়। এ ছাড়া এখানকার পোশাকগুলো আনকমন।’ এন ইসলাম নামে বাংলাদেশ থেকে আগত এক ব্যক্তি জানান, ‘বাংলাদেশ থেকে কলকাতায় কালেকশন অনেক বেশি। পছন্দের জিনিসও অনেক। দামও সাধ্যের…

সর্বশেষ খবর