রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

এরশাদের জমানার গণতন্ত্র চর্চার সিকি ভাগও এখন নেই : জাপা

নিজস্ব প্রতিবেদক

এরশাদ জমানায় যেভাবে গণতন্ত্রের চর্চা হতো এখন তার সিকি ভাগও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির যুগ্মমহাসচিব জহিরুল আলম রুবেল। তিনি বলেন, এখন তথাকথিত গণতন্ত্রের নামে অরাজকতা, আগুনসন্ত্রাস, গুমের চর্চা চলছে। ১৬ কোটি মানুষের ভাগ্যের চাকা ঘোরাতে জাতীয় পার্টিকে আবারও রাষ্ট্রক্ষমতায় বসাতে হবে। আওয়ামী লীগ-বিএনপি দ্বারা জনগণের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয়।

গতকাল রাজধানীর টিকাটুলী শহীদ নবী স্কুলে ওয়ারী থানা জাপা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাবিবুল্লাহ বাহার টিটুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মহানগরী নেতা এম এ সোবহান, মাহবুবুর রহমান খসরু, এস এম দেলোয়ার সেন্টু, খুরশিদ নোমানী, সমরেশ ম ল মানিক, আবু নাসের সিদ্দিক, তারেক মিয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর