রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

রাউজানে মুনিরীয়াদের ওপর হামলা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাউজানে মুনিরীয়া তবলিগের ওপর ১৭ এপ্রিল শুরু হওয়া সহিংস হামলার ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ফের হলদিয়া ইউনিয়নে মুনিরীয়া শাখার নির্মাণাধীন কার্যালয় (ইবাদতখানা) ব্যাপক ভাঙচুর ও মালামাল লুট করে। একই সময় পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আয়শা বিবির বাড়ির ২০৩ নম্বর শাখা (ইবাদতখানা) ভাঙচুর ও লুটপাট করেছে। জানা গেছে, রাউজানে একজন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনার জের ধরে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ২৬টি কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভাঙচুর করেছে ৩৯টি দোকানপাট ও ঘরবাড়ি। মুনিরীয়া যুব তবলিগ নেতাদের অভিযোগ, ১৭ এপ্রিল এ ঘটনা ঘটার পর থেকে এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ সংগঠনের কর্মী কিংবা সংগঠকরা এমনকি সংগঠনটির উৎপত্তিস্থল কাগতিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষকরাও প্রকাশ্যে বের হতে পারছেন না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক রাউজানের মুহাম্মদপুরে নিজ এলাকার দুর্বৃত্তদের হামলার শিকার হন। অভিযোগ করা হয়, হামলাকারীরা মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সদস্য। এ ঘটনার পর রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দুর্বৃত্তরা মুনিরীয়া যুব তবলিগ কমিটির বিভিন্ন কার্যালয় ও স্থাপনা লক্ষ্য করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে চলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মুনিরীয়া যুব তবলিগের এক নেতা বলেছেন, তাদের তরিকতের অনুসারী এমন অন্তত ২০০ শিক্ষককে স্কুলে যেতে বারণ করে দেওয়া হয়েছে। তাদের চাকরি ছাড়তেও বলা হয়েছে। এত কিছুর পরও রাউজান থানায় এসব ভাঙচুরের ঘটনায় কোনো মামলা হয়নি। কোনো অভিযোগ পুলিশ নেয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর