রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বরিসকে পছন্দ ট্রাম্পের

প্রতিদিন ডেস্ক

ব্রিটেনের কনজারভেটিভ দলের পরবর্তী প্রধান হিসেবে বরিস জনসনই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাসীন টোরি দলের পরবর্তী শীর্ষ নেতাই  যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে তেরেসা মে-র মেয়াদের বাকি সময় দায়িত্ব পালন করবেন। ব্রেক্সিট নিয়ে নাকানিচুবানি খাওয়া মে চলতি মাসে দায়িত্ব ছাড়ছেন। তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন- তা ঠিক করতে কয়েক দিনের মধ্যেই কনজারভেটিভ পার্টিতে ভোটাভুটি হবে বলে জানিয়েছে বিবিসি। চলতি সপ্তাহে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যাওয়ার কথা আছে ট্রাম্পের। তার আগে ব্রিটিশ ট্যাবলয়েড সানকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট নতুন টোরি নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিসকে পছন্দের কথা জানান। ‘আমার মনে হয়, বরিস অসাধারণ কাজ করবেন,’ ভাষ্য তার। টোরির নেতৃত্বপ্রত্যাশী অনেকেই সমর্থন চেয়েছেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যদিও কারও নাম বলেননি তিনি। ‘আমি যে কাউকেই সাহায্য করতে পারি,’ বলেছেন ট্রাম্প। টোরি দলের নেতৃত্ব নিতে চাওয়া ব্যক্তিদের তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদও যুক্ত হয়েছেন, জানিয়েছে বিবিসি। ডেইলি মেইলে লেখা এক নিবন্ধে সাজিদ চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়তে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন। তিনি ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোট, আগাম নির্বাচন কিংবা আর্টিকেল ৫০ স্থগিত করার সিদ্ধান্ত উড়িয়ে দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর