রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

আমাদের পার্লামেন্টে যাওয়া না যাওয়া দলীয় সিদ্ধান্তেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কারাগার থেকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতি সপ্তাহে একটি বার্তাই পাঠান। আর তা হলো দলকে ঐক্যবদ্ধ রাখা। এ পর্যন্ত যত সিদ্ধান্ত হয়েছে সবই তার পরামর্শে নেওয়া। আমরা নির্বাচনে গিয়েছি গণতন্ত্র ও আমাদের দলকে রক্ষা করার জন্য। হাজার হাজার নেতা-কর্মীর স্বার্থেই নির্বাচনে গিয়েছি। আমরা পার্লামেন্টে গেলাম  কেন? এটা অনেকেই প্রশ্ন করেন। এটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আমরা পার্লামেন্টে দলের সিদ্ধান্তেই গিয়েছি। যারা পার্লামেন্টে গেছেন, তারা দলের সিদ্ধান্তেই গেছেন। আমি নিজে যাইনি, সেটিও দলেরই সিদ্ধান্ত।’

গতকাল গাজীপুরের টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন চত্বরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী ও ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। গাজীপুর মহানগর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য মো. মজিবুর রহমান, মাজহারুল ইসলাম, বিএনপি নেতা শাহ মো. রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি মো. আফজাল হোসেন কায়সার, মো. শহীদ উজ্জামান, আহম্মদ আলী রুশদী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব। মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষের নেত্রী, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক বেগম জিয়া এখন কারারুদ্ধ। কারাগারে বসেই তিনি প্রতি মুহূর্তে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর