মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

দিল্লিতে গণপরিবহনে নারীদের বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা

নয়াদিল্লি প্রতিনিধি

দিল্লি নগরীতে নারীদের জন্য বিনামূল্যে পাতাল রেল (মেট্রো) ও বাস ভ্রমণ ব্যবস্থা তিন মাসের মধ্যে চালু হবে। গতকাল এ কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) বিপর্যয়ের পর তিনি নাগরিক সুবিধার এই বিশেষ ব্যবস্থার ঘোষণাটি দেন। তিনি বলেন, নারীদের বিনামূল্যে মেট্রো-বাস ভ্রমণের ব্যবস্থার জন্য দিল্লি সরকার এ বছর ৭০০ কোটি রুপি ভর্তুকি দেবে। দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি বলেন, আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই আজব আজব সুবিধাদানের ঘোষণা তো আসবেই! অরবিন্দ কেজরিওয়াল আসলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।’ কেজরিওয়াল বলেন, ‘দিল্লি হচ্ছে একমাত্র সরকার যে সততার সঙ্গে কাজ করছে, নাগরিকের সুবিধার্থে নাগরিকের টাকা ব্যয় করে চলেছে। তা সত্ত্বেও মুনাফা করছে।’

২০১৫ সালে বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬৭টিতে জিতে ক্ষমতায় আসে এএপি। কিন্তু সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দিল্লির ৭ আসনের কোনোটিতে এএপি জিততে পারেনি। ৪টি আসনে তারা তৃতীয় স্থান পায়, দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস।

সর্বশেষ খবর