মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

সিলেটে ভেজাল অনিয়মে ৪২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে রমজান মাসে খাদ্যে ভেজাল, যান চলাচলে অনিয়ম, দালালচক্রের বিরুদ্ধে অভিযানে প্রায় ৪২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নানা অনিয়মের কারণে বিভিন্ন ধারায় মামলা হয়েছে ৩৪৯টি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, র‌্যাব, পুলিশ পৃথকভাবে এসব অভিযান চালিয়েছে। গতকাল সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উল্লাহ খান।

তিনি বলেন, রমজান উপলক্ষে সিলেট মেট্রোপলিটন এলাকায় খাদ্যে ভেজাল, হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা-বাসি খাবার বিক্রি, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অতিরিক্ত মূল্য, মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ১৩৭টি মামলায় ১৪ লাখ ৫২ হাজার টাকা, নিরাপদ খাদ্য আইনে দুটি মামলায় ২ লাখ টাকা, পশু জবাই ও মাংসের মাননিয়ন্ত্রণ আইনে একটি মামলায় ১০ হাজার টাকা, পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা, মোটরযান অধ্যাদেশে ৪১টি মামলায় ৩১ হাজার ১০০ টাকাসহ বিভিন্ন অপরাধে মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তথ্যানুসারে, রমজানে সিলেট মেট্রোপলিটন ও জেলায় ৪১ লাখ ৬০ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে। সংবাদ সম্মেলনে রেভিনিউ ডেপুটি কালেক্টর উম্মে সালিক রুমাইয়া, সহকারী কমিশনার আশরাফুল হক, ইরতিজা হাসান, শাহিনা আক্তার, সুনন্দা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর