মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা
পার হলো ১৮ বছর

বানিয়ারচর গির্জায় বোমা হামলার বিচার শুরু হয়নি এখনো

গোপালগঞ্জ প্রতিনিধি

গতকাল ৩ জুন ছিল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জা ট্র্যাজেডি দিবস। ২০০১ সালের এই দিনে ভয়াবহ বোমা হামলা চালিয়ে গির্জায় প্রার্থনারত খ্রিস্টান সম্প্রদায়ের ১০ জনকে হত্যা ও অর্ধশত মানুষকে আহত করা হয়। দীর্ঘ ১৮ বছর অতিবাহিত হলেও এ ঘটনার বিচার কাজ এখনো শুরু হয়নি। জানা গেছে, বোমা হামলার চার্জশিট দিতে পারেনি সিআইডি। এ কারণে নৃশংস এই বোমা হামলা মামলার বিচার কাজ শুরু করা যায়নি।  গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবদুুল হালিম বলেন, সিআইডি দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট জমা দিলে বিচার কাজ সম্পন্ন করা সম্ভব হবে। তিনি বলেন, ১৮ বছর পেরিয়ে গেলেও সিআইডি এখন পর্যন্ত এ মামলার চার্জশিট আদালতে দাখিল করতে পারেনি। অন্যদিকে সিআইডির গোপালগঞ্জ ক্যাম্প ইনচার্জ-পরিদর্শক ফতেহ মো. ইফতেখারুল আলম জানান, তদন্ত কাজ চলছে। যত দ্রুত সম্ভব চার্জশিট আদালতে দাখিল করা হবে। এদিকে এখনো এই হত্যাকান্ডের বিচারের আশায় দিন গুনে চলেছেন স্বজনরা। তারা হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, ২০০১ সালের ওই দিনে বানিয়ারচর গির্জায় সাপ্তাহিক প্রার্থনা চলার সময় বোমা হামলা চালায় মুসলিম জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদ।

এ ঘটনায় দায়ের করা দুটি মামলার আসামি হরকত-উল-জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান মুন্সীর ফাঁসি হলেও বেশ কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ২২ বার তদন্তকারী কর্মকর্তা বদল হলেও সিআইডির পক্ষ থেকে অভিযোগ গঠন করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর