মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির আবেদন

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের সিরাজদিখানের প্রয়াত মুক্তিযোদ্ধা  মো. আজাহার আলী চৌধুরীর নাম মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন জানিয়েছেন তার স্ত্রী বেগম রোকেয়া চৌধুরী। গতকাল সংবাদমাধ্যমে পাঠানো এক পত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে তিনি এ আবেদন জানান। চিঠিতে রোকেয়া চৌধুরী বলেন, ‘আমার স্বামী সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের চৌধুরীবাড়ির মরহুম মো. আজাহার আলী চৌধুরী বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণ নিয়ে স্বাধীনতাযুদ্ধে অংশ নেন। পরবর্তীতে দীর্ঘদিন রোগাক্রান্ত থাকার কারণে তিনি তার নাম মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্ত করতে যাচাই-বাছাইয়ে অংশ নিতে পারেননি। ২০১৭ সালে তিনি অসুস্থ অবস্থায়ই মৃত্যুবরণ করেন। তাকে মুক্তিযোদ্ধাদের হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত ও গেজেটভুক্ত করতে তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সুপারিশসহ ২০১৫ সালের ২৯ ডিসেম্বর ও ২০১৯ সালের ২৮ জানুয়ারি তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুটি আবেদন জমা দিয়েছি। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সব তথ্য-প্রমাণসহ আবেদন করা হয়েছে।

সর্বশেষ খবর